শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :

সন্তানদের অবহেলায় ফুটপাতে ধনাঢ্য বৃদ্ধ, সমাজসেবার সহায়তা

ডেস্ক রিপোর্টার
  • আপডেট সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৭৯ বার পঠিত

ছয় সন্তানের জনক ৯০ বছর বয়সী ধনাঢ্য আবদুল খালেক হাওলাদার, নিজের বাড়ি থাকা সত্ত্বেও সন্তানদের অবহেলায় বরিশাল নগরীর ফুটপাতে দিন কাটাচ্ছেন। স্ত্রী মারা যাওয়ার পর নিজের বাড়িতেও ঠাঁই না হওয়ায় খেয়ে না খেয়ে বর্তমানে ফুটপাতে বসবাস করছেন তিনি।

স্থানীয়রা বিষয়টি বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ে জানান। এরপর সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ ইভেন্ট-৮৪ গ্রুপের কাছ থেকে তাৎক্ষণিক ব্যবসা করতে অর্থ সহায়তার ব্যবস্থা করে দেন। পাশাপাশি তাকে বয়স্ক ভাতা প্রদানের ব্যবস্থা করা হয়েছে।

এছাড়াও সরকারি সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর।

আবদুল খালেক হাওলাদার বরিশাল সদর উপজেলার বাসিন্দা। তিনি বলেন, বৃদ্ধ বয়সে কোথাও ঠাঁই হয়নি বলে ফুটপাতে থাকি। কেউ কিছু দিলে খাই না দিলে না খেয়ে দিন চলে যায়।

তিনি বলেন, ওই বৃদ্ধ তার অসহায়ত্বের কথা কাউকে বলতেও পারছিলেন না। বিষয়টি আমরা দেখতে পেয়ে জেলা সমাজসেবা কার্যালয়ে জানাই।

বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ বলেন, অসহায় বৃদ্ধের সন্তান তার দেখভালের দায়িত্ব না নেওয়ায় মানবেতর জীবনযাপন করছিলেন।

এ খবর জানতে পেরে তাকে সহায়তা করা হয়েছে। সরকারিভাবেও তাকে আরও সহায়তা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 nabakal.com
Design & Development BY Hostitbd.Com