নোয়াখালীর জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার সাক্ষ্য দিতে এসে ঢাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উপপরিদর্শক (এসআই) লিটন দত্ত স্থানীয় যুবদল কর্মীদের দ্বারা অবরুদ্ধ হন। এই ঘটনায় আদালতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, এসআই লিটন দত্ত পূর্বে সুধারাম মডেল থানায় কর্মরত ছিলেন। সে সময় তার বিরুদ্ধে বিরোধী দলের কর্মী ও সাধারণ নাগরিকদের হয়রানির অভিযোগ ওঠে। অভিযোগকারীদের দাবি, তিনি মিথ্যা মামলা দায়ের, অর্থ আদায় এবং নির্যাতন চালিয়েছেন।
শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের সোহেল অভিযোগ করেন, এসআই লিটন দত্ত বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করেন এবং একটি হত্যা মামলায় অজ্ঞাতনামা আসামি দেখিয়ে অর্থ আদায় করেন। এছাড়াও, তিনি ক্রসফায়ারের ভয় দেখিয়েও অর্থ আদায় করেছেন বলে অভিযোগ করা হয়।
যুবদল কর্মীরা জানতে পারেন যে, এসআই লিটন দত্ত আদালতে সাক্ষ্য দিতে আসছেন। আদালত থেকে বের হওয়ার পর তারা তাকে ঘিরে ধরে এবং তাদের অর্থ ফেরত ও মিথ্যা মামলার বিষয়ে জানতে চান। এ সময় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এসআই লিটন দত্তকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর তিনি কর্মস্থলে ফিরে যান।
যুবদল কর্মীরা এসআই লিটন দত্তের বিরুদ্ধে থানায় মামলা করার কথা জানিয়েছেন।