চট্টগ্রামের হাটহাজারী এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি সফল অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে। এই অভিযানে প্রায় এক কোটি টাকা মূল্যের সিগারেট জব্দ করা হয়েছে এবং দুজনকে আটক করা হয়েছে।
রবিবার (২৩ মার্চ) সকালে, হাটহাজারী উপজেলার আমান বাজার সংলগ্ন আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালায়। অভিযানে সিগারেট পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ট্রাকও জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন মো. শওকত আকবর (৩৪) এবং পিকআপ চালক মো. বাদশা (২৬)। তারা উভয়েই রাঙামাটি জেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ৬৩ হাজার ৮০০ প্যাকেট সিগারেট জব্দ করা হয়েছে, যার মধ্যে মোট ১২ লাখ ৭৬ হাজার শলাকা রয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, জব্দকৃত সিগারেট এবং ট্রাকসহ আটক ব্যক্তিদের হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই অভিযানটি অবৈধ সিগারেট চোরাচালানের বিরুদ্ধে পুলিশের চলমান তৎপরতার একটি অংশ।