শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :

ট্রাক দুর্ঘটনায় প্রাণ হারালেন ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১০ বার পঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের দেওয়ানের খামার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোটরসাইকেলে ভূরুঙ্গামারী থেকে নাগেশ্বরীর দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন আব্দুর রাজ্জাক।

স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে রংপুর ডক্টরস ক্লিনিকে স্থানান্তর করা হয়। কিন্তু সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত আব্দুর রাজ্জাকের স্বজনরা জানান, তিনি অত্যন্ত সদালাপী ও জনদরদি মানুষ ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় লোকজন ও নিহতের পরিবার দ্রুত দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 nabakal.com
Design & Development BY Hostitbd.Com