শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :

মায়ের সহায়তায় মেয়েকে ধর্ষণ!

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৯ বার পঠিত

ঝিনাইদহের শৈলকুপায় মায়ের সহায়তায় ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ মার্চ) বিকেলে ভুক্তভোগী শিশুর বাবা শৈলকুপা থানায় অভিযোগ দায়ের করেছেন।

শৈলকুপা থানার ওসি মাসুম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

থানায় দেওয়া অভিযোগে শিশুর বাবা উল্লেখ করেন, তিনি পেশায় একজন ভাঙারি ব্যবসায়ী। এ জন্য বেশিরভাগ সময় বাড়িতে থাকতে পারেন না। এ সুযোগে তার স্ত্রী ফরিদা পারভিন ১২ বছর বয়সী শিশু কন্যাকে তার ইচ্ছার বিরুদ্ধে শৈলকুপা উপজেলার ভগবাননগর গ্রামের রবির ছেলে শরিফুল ইসলাম শরীফ ও কৃষ্ণ কুমার মন্ডলের ছেলে সন্ন্যাসী মন্ডলের কাছে নিয়ে যেত।

শিশুটির বাবা উল্লেখ করেন, গত ৭ মার্চ ভগবাননগর গ্রামের জোছনার মালিকানাধীন ভাড়া বাড়িতে শরিফুল ইসলাম শরীফ তার স্ত্রীকে টাকার প্রলোভন দেখিয়ে নাবালিকা কন্যাকে ইচ্ছার বিরুদ্ধে পাশবিক নির্যাতন চালায়।  একইভাবে গত ৮ মার্চ রাত্র ৯টার দিকে সন্ন্যাসী কুমার শৈলকুপা থানাধীন কুলচারা গ্রামের তোজামের মালিকানাধীন ভাড়া বাড়িতে দ্বিতীয় বারের মতো ধর্ষণ করা হয়।

ঘটনাটি কেউ যাতে দেখতে না পায় সে জন্য তার স্ত্রী ফরিদা পারভীন ঘরের বাইরে থেকে পাহারা দিত।

গত ১২ মার্চ এই সকল ঘটনা তার মেয়ে তাকে জানালে স্ত্রীর সঙ্গে ঝগড়া ও কথাকাটাকাটি হয়। ঝগড়াঝাঁটির একপর্যায়ে তার স্ত্রী রাগ করে অজ্ঞাত স্থানে চলে যায়। এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

ফুলহরি ইউনিয়নের চেয়ারম্যান আওলাদ হোসেন বলেন, লোকমুখে ধর্ষণের কথা শুনেছি কিন্তু সঠিক কিনা জানি না। শরিফুল ইসলাম শরীফ ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ করেছে। শুনছি এখন তিনি বিএনপির জাতীয়তাবাদী মৎস্যজীবী দল করছে।

ওসি মাসুম খান বলেন, বিষয়টি একটু জটিল মনে হচ্ছে। তারপরও পুলিশ অভিযোগ গ্রহণ করেছে। বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার অমিত বর্মন বলেন, এমন একটি অভিযোগ পাওয়া গেছে। ঘটনা তদন্তের জন্য থানার সেকেন্ড অফিসার বিএম মনিরুজ্জামানকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 nabakal.com
Design & Development BY Hostitbd.Com