ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব দেবিদ্বার (ডুসাড) এর ইফতার মাহফিলে নিজেকে বিক্রি না করে সৎ ও যোগ্য প্রাথী নির্বাচনের দিকে মনোযোগ দিতে বললেন হাসনাত আব্দুল্লাহ।
আজ রবিবার ১৬ মার্চ, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব দেবিদ্বার (ডুসাড) এর ইফতার মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত হয়ে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখপাত্র হাসনাত আবদুল্লাহ বলেন, সবাই সবার স্থান থেকে সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচন করবেন, একদিনের জন্য নিজেকে বিক্রি করে দিবেন না। আপনাদের একদিনের ক্ষমতা যদি ভুল জায়গায় প্রয়োগ করেন তাহলে পরবর্তী পাঁচ বছর আপনাকে অবহেলিত ও নির্যাতিত হতে হবে।
তিনি আরো বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ভঙ্গুর করে দেওয়া হয়েছে, যা ঠিক করা প্রয়োজন এবং মেধাবীদের খুজে বের করে আনার জন্য টেলেন্ট হান্ট প্রোগ্রামের ঘোষনা দেন।
সভায় দেবিদ্বারের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনীতিবিদরা বলেন তরুন সমাজ চাইলে দেশকে পরিবর্তন করতে পারে যার প্রমান হচ্ছে ২৪ এর অভুথান যার কারনে ফ্যাসিস্ট এর অবসান ঘটেছে।
সভায় উপস্থিত ব্যক্তিবর্গ
ছবিঃ নবকাল
সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী, দেবিদ্বার জামাতে ইসলামী এর আমীর সাইফুল ইসলাম শহীদ, সাবেক ডুসাড সভাপতি তরিকুল ইসলাম, গোলাম আযম, সাইফুল ইসলাম শামীম, মোজাফফর আহমেদ এবং আরো অনেকে।
ইমরান হাসানের সঞ্চালনায় ডুসাড এর বর্তমান সভাপতি সাবিকুন নাহার সবার সহযোগিতা কামনা করে বলেন, আমরা সবার সহযোগিতা পেলে আরো বিস্তর ভাবে কাজ করবো।