শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :

কিশোরগঞ্জে বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৬ বার পঠিত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমানের বিরুদ্ধে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে তৌহিদী জনতা।

শুক্রবার (১৪ মার্চ) জুমার নামাজের পর আলজামিয়াতুল ইমদাদিয়ার প্রাক্তন ছাত্র ও তৌহিদী জনতার উদ্যোগে ঐতিহাসিক শহীদী মসজিদ প্রাঙ্গণ থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়।

জানা গেছে, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে বিএনপি নেতা ফজলুর রহমান ইসলাম, আলেম-উলামা এবং ঐতিহাসিক শহীদী মসজিদ ও আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা আতহার আলীকে (রহ.) নিয়ে কটূক্তি করেন। এর প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদী মসজিদ চত্বরে এসে শেষ হয় এবং সেখানে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা আল্লামা আতহার আলীকে (রহ.) নিয়ে ফজলুর রহমানের কটূক্তির তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। অন্যথায়, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

বক্তারা ফজলুর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং প্রয়োজনে সারা দেশে আরও বড় কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন।

সমাবেশে মাওলানা মাযহার শাহ, মাওলানা আনযার শাহ, মুফতি রহমতুল্লাহ, মাওলানা সিরাজুল হুদা, মাওলানা নাজিমুদ্দিন, ইকরাম হোসেন, মাওলানা আশরাফ আলী সোহান, মাওলানা অভি চৌধুরী, মাওলানা মাসুদুল হাসানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 nabakal.com
Design & Development BY Hostitbd.Com