শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১০:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :

সিলেটে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি, জনজীবনে প্রভাব

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৭ বার পঠিত

সিলেট জেলার বিভিন্ন উপজেলায় বৃহস্পতিবার রাতে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি হয়েছে। ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টির পাশাপাশি বেশ কিছু জায়গায় বজ্রপাতের ঘটনাও ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়, যা প্রায় ১০ মিনিট স্থায়ী ছিল।

গোলাপগঞ্জ উপজেলার  জাকির হোসেন  নামে এক বাসিন্দা জানান সন্ধ্যার পর থেকে গোলাপগঞ্জে শীতল বাতাস বইছিল। পরে রাত ৮ টার কিছু সময় পর তীব্র ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্র-বৃষ্টি এবং শিলাবৃষ্টি হয়।

সিলেট সদর উপজেলা থেকে আসলাম উদ্দিনের ভাষ্যমতে, সন্ধ্যায় সিলেট শহর থেকে সদর উপজেলায় যাত্রার পথিমধ্যে ব্যাপক ঝড় ও শিলাবৃষ্টির কবলে পড়েন তিনি। তিনি বলেন, এটি ছিল এই মৌসুমের প্রথম শিলাবৃষ্টি।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সজীব হোসাইন জানিয়েছেন, সিলেটের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সিলেটে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ৫.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 nabakal.com
Design & Development BY Hostitbd.Com