শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সকালে এক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। জেদ্দা থেকে আসা শাহিন আল মামুন নামের ওই যাত্রীর ব্যাগ থেকে ৪০০ গ্রাম ওজনের সোনা জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষ।
আজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইট এ শাহিন আল মামুন সকাল ৮টা ৩৬ মিনিটে জেদ্দা থেকে চট্টগ্রামে পৌঁছায়। এরপর যাত্রী শাহিন আল মামুন গ্রিন চ্যানেল পার হয়ে বের হওয়ার সময় সন্দেহভাজন হিসেবে আটক হন। তল্লাশি চালিয়ে তার ব্যাগ থেকে উদ্ধার করা হয় প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ২২ ক্যারেটের স্বর্ণালংকার।
কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, শাহিন আল মামুন রাঙামাটি কোতোয়ালি থানার ডিএসবি কলোনির বাসিন্দা এবং তিনি ওমরাহ যাত্রীদের একটি দলের সঙ্গে দেশে ফেরেন।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।