চট্টগ্রামের রাউজানে এক সরকারি নারী কর্মকর্তার ওপর হামলা চালিয়েছেন যুবদলের এক নেতা।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আয়শা সিদ্দিকার কার্যালয়ে এই ঘটনা ঘটে। অভিযুক্ত যুবদল নেতা শহীদুল ইসলাম অতীতেও অস্ত্র নিয়ে ওই কর্মকর্তার কার্যালয়ে এসে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
জানা গেছে, রাউজান পৌরসভা যুবদলের নেতা শহীদুল ইসলাম প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে এসে কাজের জন্য চাপ দিচ্ছিলেন। প্রায় তিন মাস ধরে তিনি নিয়মিত কার্যালয়ে এসে কাজ দেওয়ার তাগাদা দিচ্ছিলেন। মাসখানেক আগে তিনি অস্ত্র নিয়ে এসেও হুমকি দেন।
মঙ্গলবার বেলা তিনটার দিকে শহীদুল আবার কাজ দেওয়ার জন্য চাপ দিলে আয়শা সিদ্দিকা জানান, জনপ্রতিনিধি ছাড়া অন্য কাউকে কাজ দেওয়া সম্ভব নয়। এতে ক্ষিপ্ত হয়ে শহীদুল চেয়ার ছুঁড়ে মারেন। আয়শা সিদ্দিকা দ্রুত মাথা সরিয়ে নেওয়ায় চেয়ারটি টেবিলের ওপর পড়ে গ্লাস ভেঙে যায়। এরপর তিনি পালিয়ে যান।
আয়শা সিদ্দিকা জানান, তাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছিল। তিনি অভিযোগ করেন, এর আগেও শহীদুল অস্ত্র নিয়ে এসে তাকে হুমকি দিয়েছিলেন।
রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।