ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- চট্টগ্রামের সীতাকুণ্ডের জামান (৪২), সুলাইমান (৩৮), লোকমান হোসেন (৩০), নাহিদ (২৫) এবং নোয়াখালীর ইলিয়াস (২৬)।
সোমবার (১০ মার্চ) দুপুরে ফেনীর মহিপাল হাইওয়ে থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হাইওয়ে পুলিশ কুমিল্লার রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম।
পুলিশ সুপার জানান, রোববার রাতে ফেনীর অংশে টহলরত পুলিশ সদস্যরা একটি প্রাইভেটকারকে সন্দেহ করে তল্লাশি চালায়। তল্লাশিতে ডাকাতির কাজে ব্যবহৃত কুড়াল, চাপাতি, পাইপ, চাকু, ছুরি ও হ্যাকসো ব্লেড উদ্ধার করা হয়। পরে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
আটককৃতদের মধ্যে ইলিয়াসের বিরুদ্ধে নোয়াখালী ও চট্টগ্রামের দুটি ডাকাতি মামলা এবং জামানের বিরুদ্ধে নোয়াখালী ও সীতাকুণ্ডে ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ সময় হাইওয়ে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।