ফেনীর স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ২৫ জন বিধবা নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে আস-সুন্নাহ ফাউন্ডেশন তাদের হাতে তুলে দিয়েছে ৭৫টি ছাগল। সোমবার (১০ মার্চ) ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিটি বিধবাকে তিনটি করে ছাগল উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা নাসরিন কান্তা।
আস-সুন্নাহ ফাউন্ডেশন জানায়, গত বছরের আগস্টে হওয়া ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্য থেকে ২৫ জন বিধবাকে স্বাবলম্বী করার জন্য বাছাই করা হয়। পাঁচটি উপজেলা থেকে ৪ জন এবং সোনাগাজী থেকে ৫ জনসহ মোট ২৫ জন এই সহায়তা পেয়েছেন।
সহায়তা পাওয়া রেজিয়া আক্তার বলেন, “বন্যার পর থেকে খুব কষ্টে দিন কাটছিল। এই সহায়তা কিছুটা হলেও স্বস্তি দেবে। আল্লাহ তাদের মঙ্গল করুন।”
জেলা স্বেচ্ছাসেবক পরিবারের প্রতিনিধি নিষাদ আদনান বলেন, “বন্যার পর থেকে আস-সুন্নাহ ফাউন্ডেশন ফেনীতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। আমরা তাদের ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে তাদের সহযোগিতা পাব বলে আশা রাখি।”
আস-সুন্নাহ ফাউন্ডেশনের সিনিয়র প্রজেক্ট এক্সিকিউটিভ আকরাম হোসেন জানান, “যারা ছাগল পালন করতে আগ্রহী, তাদেরকেই এই সহায়তা দেওয়া হয়েছে। ছাগলগুলো বিক্রি না করে লালন-পালন করে তারা যেন নিজেদের উপার্জন করতে পারে, সে বিষয়ে ফাউন্ডেশন নজর রাখবে।”