শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :

শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম উদ্বোধন

নুসরাত জাহান
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১২ বার পঠিত

কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর ১২টার দিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্টেডিয়ামটি উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকিসুদ জাহেদী, যুগ্ম সচিব আমিনুল রহমান, আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ, কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. তৌফিকুর রহমান, কুষ্টিয়া পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান প্রমুখ।

আবরার ফাহাদ ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একজন মেধাবী ছাত্র। ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে তাকে ছাত্রলীগের নেতাকর্মীরা পিটিয়ে হত্যা করে। এই ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে এবং একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড এবং ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।

আবরার ফাহাদ ১৯৯৮ সালের ১২ ফেব্রুয়ারি কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা মো. বরকত উল্লাহ এবং মায়ের নাম রোকেয়া খাতুন। কুষ্টিয়ায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করে তিনি নটরডেম কলেজে পড়াশোনা করেন। এরপর ২০১৮ সালে বুয়েটে ভর্তি হন।

শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম উদ্বোধনের মাধ্যমে তার স্মৃতিকে স্মরণীয় করে রাখা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 nabakal.com
Design & Development BY Hostitbd.Com