জীবন বীমা কর্পোরেশনের রংপুর – ৮৬ সেলস অফিস অপসারণ ষড়যন্ত্রের প্রতিবাদে ২৭ জুলাই এ আল্টিমেটাম দেন ডিএম ইনচার্জ মো. মোখলেছুর রহমান পলাশ। পলাশ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক।
জানা যায়, জীবন বীমা কর্পোরেশনের রংপুর-৮৬ সেলস অফিস অপসারণের নীল নকশা আঁকেন রংপুর রিজওনাল অফিসের ম্যানেজার ইনচার্জ মো. আব্দুল মজিদ। এ ষড়যন্ত্রে যুক্ত হয় ম্যানেজার হোসনে কামাল এবং বজলুর রহমান।
ডিএম ইনচার্জ মো. মোখলেছুর রহমান পলাশ, ডিএম আবুল হাসেম, ডিএম সামছুল হক, ডিএম আব্দুল আউয়াল, ডিএম বাবু অক্ষয় চন্দ্র, ডিএম ইদ্রিস আলী ইমন, ডিএম মল্লিক, ডিও মকবুল হোসেন ৭১বার্তা কে জানান, সরকার বিরোধী এজেন্ডা বাস্তবায়ন ও জীবন বীমা ব্যবসা ধ্বংসের জন্য ষড়যন্ত্রের নীল নকশা বাস্তবায়নের মজিদ গং মরিয়া হয়ে পরেছে। এ ষড়যন্ত্র বন্ধ করা না হলে মানববন্ধন, অবস্থান ধর্মঘট সহ দাফনের কাফন মাথায় বেধে আমরণ অনশন কর্মসূচি পালন করা হবে।
এ প্রসঙ্গে রংপুর রিজওনাল অফিসের ম্যানেজার ইনচার্জ মো. আব্দুল মজিদ বলেন, এখনো সেলস অফিস অপসারণের প্রতিবেদন ফরোয়ার্ডিং দেওয়া হয়নি। প্রধানমন্ত্রীর প্রোগ্রামের পর বিষয়টির সুরাহা হবে বলে তিনি মনে করেন।
প্রসঙ্গত, অফিস অপসারণের প্রতিবাদে নেতৃবৃন্দ আলোচনা সভা, বিক্ষোভ কর্মসূচির সিরিজ প্রোগ্রাম অব্যাহত রেখেছেন।