রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :

চট্টগ্রামে ‘অপারেশন ডেভিল হান্ট’: ২৪ ঘণ্টায় আ.লীগ-ছাত্রলীগের ৪০ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৮৬ বার পঠিত

চট্টগ্রামে ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী বলে জানা গেছে। রোববার দিবাগত রাত থেকে সোমবার দিবাগত রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১২ মার্চ) সিএমপির গণসংযোগ শাখা থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন থানার নেতাকর্মী রয়েছেন। তারা হলেন:

  • খুলশী: শাহরিয়ার সাদেক
  • পাঁচলাইশ: শিপন, শাওন ওরফে ঢাকাইয়া শাওন, শামীম ওসমান, রুবেল
  • পতেঙ্গা: জসিম উদ্দিন, আরিফ
  • চান্দগাঁও: সাইফুল হক, সায়েম মুরাদ, মনু দত্ত
  • চকবাজার: ইদ্রিস, আনোয়ার হোসেন, আব্দুল মালেক
  • কোতোয়ালী: নরুল হাকিম, আনিসুল হক
  • কর্ণফুলী: ওয়াহিদ (শ্রমিকলীগ নেতা)
  • ইপিজেড: ফিরোজ আল মামুন
  • হালিশহর: হাফেজ ইসমাইল
  • ডবলমুরিং: আনাছ, ইমরান খন্দকার, মাইনুল ইসলাম, মহসিন সিকদার
  • বায়েজিদ বোস্তামী: রবিউল হাসান মিন্টু, ইয়াছিন আরাফাত রবিন, আলমগীর
  • বাকলিয়া: হানিফ, জাহেলরু হক, জিয়াউল হক, রমজান, মোহাম্মদ ওয়াহিদুল হক, ফারুক
  • পাহাড়তলী: মামুনুর রশীদ
  • সদরঘাট: দ্বীন ইসলাম মুন্না ওরফে কালাম, রুবেল মিয়া
  • আকবর শাহ: জয়নাল আবেদীন, রুবেল
  • বন্দর: নাজমুল ইসলাম

 

এডিসি (গণসংযোগ) মাহমুদা বেগম জানান, নগরীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসীবিরোধী আইন ও পেনাল কোড আইনে একাধিক মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 nabakal.com
Design & Development BY Hostitbd.Com