চট্টগ্রামে ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী বলে জানা গেছে। রোববার দিবাগত রাত থেকে সোমবার দিবাগত রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১২ মার্চ) সিএমপির গণসংযোগ শাখা থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন থানার নেতাকর্মী রয়েছেন। তারা হলেন:
এডিসি (গণসংযোগ) মাহমুদা বেগম জানান, নগরীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসীবিরোধী আইন ও পেনাল কোড আইনে একাধিক মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।