বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। রংপুরের গংগাচড়া মডেল থানায় দায়ের করা এই মামলায় নাহিদসহ ৭-৮ জনকে আসামি করা হয়েছে।
এ ঘটনায় অভিযোগ ওঠার পর কয়েকদিন আগে তাকে সংগঠনের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
গংগাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, গ্রীন সিটি ইকো পার্কের ব্যবস্থাপনা পরিচালক কানাডা প্রবাসী আতিকুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে শুক্রবার (৮ মার্চ) এই মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে নগদ এক লাখ টাকা ও প্রতিদিন ২০ হাজার টাকা করে চাঁদা দাবির অভিযোগ আনা হয়েছে।
আতিকুল ইসলাম ভূঁইয়া জানান, গঙ্গাচড়ার খলেয়া ইউনিয়নে তার বোনের পার্ক নির্মাণের কাজ শুরু করেন। পার্ক নির্মাণে পুকুর থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে নাহিদ হাসান খন্দকার চাঁদা দাবি করে আসছিলেন।
এদিকে, মামলা দায়েরের পর শনিবার (৯ মার্চ) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ ইমতি ও সদস্য সচিব রহমত আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নাহিদ হাসান খন্দকারকে মুখপাত্র পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানানো হয়। এর আগে চাঁদা দাবির অভিযোগ ওঠায় শনিবার রাতে নাহিদ হাসান খন্দকারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা শুরু হয়। ভিডিওতে নাহিদ হাসান খন্দকারকে এক ব্যক্তির সাথে টাকা নিয়ে আলোচনা করতে দেখা যায়।
নাহিদ হাসান অবশ্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন যে, অবৈধ বালু উত্তোলনের বিষয়টি তদন্ত করতে গেলে তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে।