চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় ৩২ দশমিক ০৫ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা এখন ওয়েবসাইট থেকে তাদের ফলাফল জানতে পারবেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘এ’ ইউনিটের অধীনে চারটি অনুষদে মোট ১ হাজার ১২৩টি আসন রয়েছে। এই চারটি অনুষদ হলো – বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ।
এই বছর ‘এ’ ইউনিটে মোট ৯১ হাজার ৭৩৯ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ২৯ হাজার ৪১১ জন উত্তীর্ণ হয়েছেন। অর্থাৎ, প্রায় ৬২ হাজার ৩২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। সর্বোচ্চ নম্বর ৯৭ দশমিক ২৫।
পরীক্ষার ফলাফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী বলেন, “আমরা অত্যন্ত সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি। উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের দরজা সবসময় খোলা থাকবে।”
এই ফলাফল প্রকাশের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হলো। উত্তীর্ণ শিক্ষার্থীরা এখন তাদের পছন্দের বিষয় নির্বাচন করে ভর্তি হতে পারবে।