শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :

জাবিতে শেখ পরিবারের নামে থাকা হলগুলোর নাম বাতিল, নতুন নামকরণে কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৬ বার পঠিত

শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চারটি আবাসিক হলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হলগুলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ রাসেল, শেখ হাসিনা এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে ছিল।

সোমবার (১৭ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে সিন্ডিকেট সভা শুরু হয়।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সিন্ডিকেট সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ রাসেল হল, শেখ হাসিনা হল এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আপাতত এই হলগুলোর নাম সংখ্যার ভিত্তিতে ঠিক করা হয়েছে। সে অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম হবে ৬ নম্বর ছাত্র হল, শেখ রাসেল হলের নাম হবে ২১ নম্বর ছাত্র হল, শেখ হাসিনা হলের নাম হবে ৬ নম্বর ছাত্রী হল, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম হবে ১৬ নম্বর ছাত্রী হল।

হলগুলোর নতুন নাম নির্ধারণের জন্য জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তারকে সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি বিভিন্ন প্রস্তাব ও পরামর্শের ভিত্তিতে হলগুলোর নতুন নাম নির্ধারণ করবে।

দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীরা শেখ পরিবারের নামে থাকা স্থাপনাগুলোর নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছিল। গত ৫ ফেব্রুয়ারি রাতে শিক্ষার্থীরা আবাসিক হলসহ বিভিন্ন স্থাপনা থেকে মুজিব পরিবারের নাম অপসারণ করেন।

শিক্ষার্থীদের মতে, বিশ্ববিদ্যালয়ের হলগুলোর নাম হওয়া উচিত শিক্ষা ও গবেষণার সাথে সম্পৃক্ত প্রখ্যাত ব্যক্তিদের নামে। শেখ পরিবারের নামে হলগুলোর নাম থাকায় তারা অস্বস্তি বোধ করছিলেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শিক্ষার্থীরা। তারা আশা করছেন, নতুন নামকরণ কমিটি দ্রুত হলগুলোর নতুন নাম নির্ধারণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 nabakal.com
Design & Development BY Hostitbd.Com