শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :

এসএসসির পর দাখিল পরীক্ষার সূচিতেও পরিবর্তন, ১৩ এপ্রিলের পরীক্ষা ১৩ মে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৭ বার পঠিত

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সূচি পরিবর্তনের ধারাবাহিকতায়, মাদরাসা শিক্ষা বোর্ডও দাখিল পরীক্ষার সূচিতে পরিবর্তন এনেছে। সাধারণ শিক্ষা বোর্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে, ১৩ এপ্রিল অনুষ্ঠিতব্য দাখিল পরীক্ষাটি পিছিয়ে দেওয়া হয়েছে।

মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে রবিবার (১৬ মার্চ) প্রকাশিত সংশোধিত সূচিতে এই পরিবর্তনের কথা জানানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী, ১৩ এপ্রিলের আরবি প্রথমপত্র পরীক্ষাটি এক মাস পর, অর্থাৎ ১৩ মে অনুষ্ঠিত হবে।

এই পরিবর্তনের মূল কারণ হলো, পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) দাবির পরিপ্রেক্ষিতে বৈসাবি উৎসবের কারণে পরীক্ষা পেছানো। এর আগে, সাধারণ শিক্ষা বোর্ডও ১৩ এপ্রিলের এসএসসি বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষাটি ১৩ মে তারিখে স্থানান্তর করে।

পিসিপি ডিসেম্বর মাস থেকেই পাহাড়ের প্রধান সামাজিক উৎসব বৈসাবি উদযাপনের কারণে ১৩ ও ১৫ এপ্রিলের এসএসসি পরীক্ষা পেছানোর দাবি জানিয়ে আসছিল। চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের বর্ষবরণ উৎসবের সমন্বয়ে গঠিত ‘বৈসাবি’ প্রতি বছর ১২ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত পালিত হয়।

দাখিল পরীক্ষা আগামী ১০ এপ্রিল থেকে শুরু হবে, যা এসএসসি পরীক্ষার সঙ্গেই অনুষ্ঠিত হবে। প্রথম দিনের পরীক্ষা কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের ওপর অনুষ্ঠিত হবে।

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে, সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন শিক্ষার্থী পরীক্ষায় বসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 nabakal.com
Design & Development BY Hostitbd.Com