ইনকিলাব মঞ্চ রোববার (১৫ মার্চ) দুপুরে ১২টায় শাহবাগ থেকে শহীদ মিনারের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেছে। তাদের মূল লক্ষ্য ছিল শহীদ মিনারে গিয়ে গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে বক্তব্য রাখা।
পদযাত্রার পূর্বে, সকাল ১১টায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা জুলাই, শাপলা ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার, আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ এবং ধর্ষকদের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবিতে শাহবাগে জমায়েত হন।
সমাবেশে তারা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল ‘বিচার বিচার বিচার চাই, শাপলার বিচার চাই’, ‘শাহবাগ না বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ’, ‘বিচার বিচার বিচার চাই, শাহবাগের বিচার চাই’ ইত্যাদি।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীর উসমান হাদী বলেন, তারা শান্তিপূর্ণভাবে শহীদ মিনারের দিকে যাবেন এবং কেউ তাদের ওপর হামলা করলে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবেন।
তিনি আরও বলেন, শাহবাগ ‘ফ্যাসিবাদের আস্তানা’ এবং তারা ‘বিচারহীনতার সংস্কৃতি’ তৈরি করেছে। তারা দেশের ‘ধর্ম বর্ণ নির্বিশেষে সবার শত্রু’।
ইনকিলাব মঞ্চের এই পদযাত্রা এবং সমাবেশ দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।