শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :

উত্তরখানে নিজ বাসায় খুন হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১১ বার পঠিত

রাজধানীর উত্তরখানে হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল সাইফুর রহমান ভূঁইয়া (৫০) নিজ বাসায় খুন হয়েছেন।

রোববার (৯ মার্চ) দিবাগত রাতে উত্তরখানের নিজ বাসা থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে লেক ভিউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ সোমবার বিকেলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। উত্তরখান থানার ওসি জিয়াউর রহমান রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সুরতহাল রিপোর্ট অনুযায়ী এটা স্পষ্ট হত্যাকাণ্ড। কে বা কারা কেন এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল হাসান জানান, স্থানীয় সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে উত্তরখানের লেক ভিউ হাসপাতাল থেকে হাবীবুল্লাহ বাহার কলেজের ভাইস প্রিন্সিপালের মরদেহ উদ্ধার করা হয়। তার মুখমণ্ডলসহ সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, গত ছয় মাস ধরে তিনি উত্তরখানের মাজার রোড পুরান পাড়ার একটি ফ্ল্যাটে একাই থাকতেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েকদিন আগে তার বাসায় মেহমান এসেছিল। তাদের মধ্যে একজন ছেলে ও একজন মেয়ে ছিল। ঘটনার পর থেকে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না। স্থানীয় লোকজন ভাইস প্রিন্সিপালকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে লেক ভিউ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার ও স্ত্রী শান্তিনিকেতনে থাকেন। পুলিশ বিস্তারিত তদন্ত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 nabakal.com
Design & Development BY Hostitbd.Com