সাভারের আশুলিয়ায় একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে দীলিপ কুমার দাস (৪৭) নামে এক স্বর্ণের দোকানি নিহত হয়েছেন। ডাকাতরা দোকান থেকে প্রায় ২০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
রোববার (৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের নয়ারহাট বাজারের স্বর্ণপট্টিতে এ ঘটনা ঘটে। নিহত দীলিপ কুমার দাস পাথালিয়া ইউনিয়নের গোপীনাথপুর দাসপাড়া মহল্লার দুলাল দাসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে দীলিপ তার স্বর্ণের দোকান বন্ধ করছিলেন। এ সময় একটি প্রাইভেটকারে চার ডাকাত এসে দীলিপকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। দীলিপের হাতে থাকা স্বর্ণের ব্যাগ লুট করে নিয়ে যায় তারা। আতঙ্ক ছড়াতে ওই সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণও ঘটায় ডাকাতরা।
নিহতের স্ত্রী সরস্বতী জানান, আশুলিয়ার নয়ার হাটবাজারের স্বর্ণপট্টীতে তার স্বামীর দিলীপ জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকান রয়েছে। রাত সাড়ে ৮টার দিকে তার স্বামী দোকান বন্ধ করছিলেন। এ সময় কয়েকজন ডাকাত স্বর্ণের ব্যাগে থাকা ২০ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়। ডাকাতরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।
এনাম মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক মেরাজুল রায়হান পাভেল জানান, দিলীপ কুমারের বুকের ডান পাশে ও মুখে বড় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। হাসপাতালে আনার সঙ্গে সঙ্গেই আমরা চিকিৎসা শুরু করি। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) কামাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সিসিটিভির ফুটেজে দেখা যায়, দীলিপ দোকান বন্ধ করার সময় সাদা প্রাইভেট কারে আসা চারজন তাকে এলোপাতাড়ি কোপায় এবং তার স্বর্ণের ব্যাগ লুট করে নেয়। এ ঘটনায় তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।