চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পঞ্চান্ন বছর বয়সী বাইরুল ইসলাম নামে এক বৃদ্ধকে আটক করে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। শুধু তাই নয়, স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তির মুখে চুন-কালি মাখিয়ে এলাকার বিভিন্ন জায়গায় ঘোরানোর পর তাকে পুলিশের হাতে তুলে দেয়।
শনিবার (০৮ মার্চ) গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী এলাকার একটি গম ক্ষেতে এই যৌন হয়রানির ঘটনা ঘটে। আটককৃত বাইরুল ইসলাম সন্তোষপুর মসজিদপাড়ার বাসিন্দা এবং মৃত কয়েস উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত বাইরুল ইসলাম কৃষিকাজের সাথে জড়িত। তিনি একটি জমিতে শিশুটিকে যৌন হয়রানি করেন বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে এলাকাবাসী তাকে গণধোলাই দেওয়ার পাশাপাশি গলায় জুতার মালা পরিয়ে এবং মুখে চুন-কালি মাখিয়ে এলাকার বিভিন্ন জায়গায় ঘোরায়। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাইরুল শিশুটিকে যৌন হয়রানির বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।