শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৪:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :

দেবিদ্বারে যুব মহিলালীগ নেত্রী বিথী গ্রেফতার-রুবেল হত্যা মামলার অন্যতম আসামি

সুমন আহমেদ
  • আপডেট সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৩৩ বার পঠিত

কুমিল্লায় ৪ হত্যা মামলার অন্যতম আসামী যুব মহিলা লীগ নেত্রী বিথী গ্রেফতার। 

কুমিল্লার দেবিদ্বারে গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় নিহত হয় পৌর সদরের বানিয়াপাড়ার রুবেল। এই হত্যা মামলার এজারভুক্ত সহ চারটি মামলার আসামি দেবিদ্বার যুব মহিলা লীগের নেত্রী বিথী রহমান আজ শনিবার, (৮ মার্চ) দুপুর ২ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মাজাহারুল ইসলাম ও দেবিদ্বার থানা পুলিশ।

৪ আগস্ট ২০২৪, আগ্নেয়াস্ত্র হাতে এমপি আবুল কালাম আজাদ ও বিথী

দেবিদ্বারে পৌর সদরের ছোট আলমপুর মাস্টার বাড়ির মোখলেছুর রহমানের মেয়ে বিথি গত ৪ আগস্টে কুমিল্লা ৪ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ বহরে সঙ্গী হয়ে নিউ মার্কেট চত্বরে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলা চালায়। পরবর্তীতে শহীদ বাদশা রুবেলকে দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রুবেলের মা বাদী হয়ে দেবিদ্বার থানা হত্যা মামলা করেন। এছাড়া ছাত্র সাব্বির হত্যা মামলা, আহত আবু বক্কর মোল্লা মামলা সহ তার বিরুদ্ধে দুটি হত্যা মামলা সহ মোট চারটি মামলার এজাহারভুক্ত আসামি বিথী।

কুমিল্লা-৪ আসনের এমপি আবুল কালাম আজাদ ও যুব মহিলালীগ নেত্রী বিথী

এই বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ ওসি শামসুদ্দীন ইলিয়াস জানান, দেবিদ্বার যুবলীগের মহিলা নেত্রী বিথীর নামে রুবেল ও সাব্বির হত্যা মামলা, আবু বক্কর মোল্লার মামলার এজারভুক্ত সহ মোট চারটি মামলা রয়েছে। আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 nabakal.com
Design & Development BY Hostitbd.Com