রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :

বার কাউন্সিলের ফি কমানোর দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

নুসরাত জাহান
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৮ বার পঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন অনুষদের শিক্ষার্থীরা বার কাউন্সিলের এনরোলমেন্ট ফি এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার ফি কমানোর দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। একইসঙ্গে বিজেএসে নন-ক্যাডার পদ চালুর দাবিও জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা বলেন, আইন পেশা তাদের অধিকার এবং স্বৈরাচারী আমলে নির্ধারিত ফি এখনও বহাল থাকায় তারা এর প্রতিবাদ জানাচ্ছেন। তারা অবিলম্বে ফি কমিয়ে আনার দাবি জানান এবং অন্যথায় পরীক্ষা বয়কটের হুমকি দেন।

শিক্ষার্থীরা আরও বলেন, বিজেএস ভাইভাতে উত্তীর্ণদের জন্য বিসিএসের মতো নন-ক্যাডার পদ চালু করতে হবে। এর মাধ্যমে আইন সংশ্লিষ্ট অন্যান্য পদেও নিয়োগের সুযোগ তৈরি হবে।

মানববন্ধনে আইন অনুষদের শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, “বার কাউন্সিলের পরীক্ষার ফি প্রায় সাড়ে চার হাজার টাকা এবং বিজেএসের ফি ১ হাজার ২০০ টাকা, যা সম্পূর্ণ অযৌক্তিক। অনেক শিক্ষার্থী টিউশন করে পড়াশোনা চালায়। ফি কমানো না হলে আমরা লাগাতার আন্দোলন করব।”

আরেক শিক্ষার্থী মোশতাক আহমেদ সন্তু বলেন, “অন্যান্য চাকরির পরীক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে বিজেএসের ফি ২০০ টাকার মধ্যে আনতে হবে। পাশাপাশি, বিজেএসের রিটেন ও ভাইভার নম্বর প্রকাশ করতে হবে।”

শিক্ষার্থী নিপা রাণী বলেন, “টিউশন করে আমাদের পড়াশোনা চালাতে হয়। চার হাজার টাকা দিয়ে পরীক্ষায় বসা আমাদের জন্য অনেক কঠিন। এই অতিরিক্ত ফি বৈষম্যমূলক।”

মানববন্ধনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন অনুষদের বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 nabakal.com
Design & Development BY Hostitbd.Com