কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর গ্রামে চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে টর্চার সেলে নিয়ে বেধরক মারধর করা হয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ীর নাম মোঃ আশিক। তিনি দুলালপুর গ্রামের দক্ষিণ পাড়ার সফর বাড়ির মোঃ শাহজাহানের ছেলে।
সংশ্লিষ্ট ঘটনা ঘটায়- দুলালপুর উত্তর পাড়ার স্বপ্ন মিয়ার ছেলে গাজী শাহীন, গাজী শামিম, এবং তাদের সহযোগী ফারুক, সাজ্জাদ, ফরহাদ মিয়াসহ আরও কয়েকজন।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার বিকালে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় লাঠি, এসএস পাইপ, রামদা, চাইনিজ কুড়ালসহ ধারালো অস্ত্র নিয়ে মোঃ আশিককে টর্চার সেলে ধরে নিয়ে যায় এবং সেখানে তাকে নির্মমভাবে মারধর করা হয় যার কারণে সে অজ্ঞান হয়ে যায়। পরে অভিযুক্তরা আশিকের বাবাকে ডেকে নিয়ে বলে, “তর ছেলে বেঁচে আছে কিনা দ্যাখ “
বর্তমানে মোঃ আশিক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আহত আশিকের বাবা বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয়রা জানান, দুলালপুর গ্রামে শাহীন গ্রুপের একটি টর্চার সেল রয়েছে। সেখানে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে। অভিযুক্তরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
দেশের কি অবস্থা, প্রসাশন কি করে?