রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল বাজার এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে কাউসার (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি একটি মশার কয়েল স্ট্যান্ডের কারখানায় কাজ করতেন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
কাওসারকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী শারমিন জানান, তিনি এবং কাউসার একটি কয়েল স্ট্যান্ড ফ্যাক্টরিতে কাজ করেন। ডিউটি শেষে বাসায় ফেরার পথে কাউসার আমার কাছে ৫০০ টাকা চেয়েছিল। আমি টাকা দিতে গিয়েছিলাম। পরে মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকায় তিন ছিনতাইকারী তার সড়ক আটকে বুকে ছুরিকাঘাত করে। ছিনতাইকারীরা তার ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে যায়।”
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, যাত্রাবাড়ী থেকে আহত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে। তিনি আরো বলেন, “কাউসারকে রাত সোয়া ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার লাশ হাসপাতাল মর্গে রাখা আছে।”
কাউসারের দুলাভাই শহীদুল ইসলাম বলেন, “রাতে খবর পাই কাউসার ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছে। পরে হাসপাতালে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।”
নিহত কাউসারের বাড়ি পিরোজপুর সদর উপজেলার হরিনা গ্রামে। তার বাবার নাম হায়দার আলী। তিনি মাতুয়াইলের মৃধা বাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং একটি মশার কয়েলের স্ট্যান্ড তৈরির কারখানায় কাজ করতেন।