রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :

নীহার সচদেভার ব্যতিক্রমী সৌন্দর্য: বিয়ের পিঁড়িতে নতুন সংজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৭ বার পঠিত

একটা সময় ছিল যখন মহিলাদের ঘন কালো চুলকে সৌন্দর্যের প্রতীক হিসেবে ধরা হতো। কবি-সাহিত্যিকরা চুল নিয়ে অনেক কবিতা ও উক্তি লিখে গেছেন। চুলকে নারীদের অলংকার হিসেবেও গণ্য করা হতো। তবে সময় বদলেছে। এখন সোশ্যাল মিডিয়ার যুগে সৌন্দর্যের ধারণাও পরিবর্তন হয়েছে। চুল ছাড়াও যে একজন নারী সুন্দর হতে পারে, তা প্রমাণ করেছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মেকআপ আর্টিস্ট নীহার সচদেভা।

নীহার একজন জনপ্রিয় ফ্যাশন ইনফ্লুয়েন্সার। ইনস্টাগ্রামে তার অসংখ্য ফলোয়ার রয়েছে। তার ফ্যাশন সেন্সের ওপর ভরসা রাখেন অনেকেই। সম্প্রতি তিনি তার বিয়ের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ছবিগুলোতে দেখা যায়, সাধারণের মতো নজরকাড়া পোশাকে সেজে বিয়ের পিঁড়িতে বসেছেন নীহার। তার এই রূপ দেখে মুগ্ধ হয়েছেন তার ভক্ত ও অনুরাগীরা।

নীহারের পরনে ছিল ভারী লেহেঙ্গা, শরীর জুড়ে ছিল কুন্দনের গহনা এবং মাথার উপর থেকে বুক পর্যন্ত ভেল। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার টিকলি। চুলে চুল না থাকা অবস্থায় টিকলিটি যেন তার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। নীহার খুব আনন্দ নিয়ে বিয়ের আনন্দে মেতে ওঠেন এবং সেই মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তার রূপ দেখে মুগ্ধ হন নেটিজেনরা এবং তার সাহসিকতার প্রশংসা করেন।

নীহার অ্যালোপেশিয়া নামক একটি রোগে আক্রান্ত। জন্মের ছয় মাস বয়সে তার এই রোগ ধরা পড়ে। চিকিৎসা করালেও কোনো ফল পাওয়া যায়নি। প্রথমে তার মাথার এক অংশ থেকে চুল পড়া শুরু হয় এবং ধীরে ধীরে পুরো মাথায় ছড়িয়ে যায়।

তবে এসব কিছুই নীহারের পথে বাধা হতে পারেনি। তিনি নিজের গতিতেই ফ্যাশন ইনফ্লুয়েন্সিং চালিয়ে গেছেন। এমনকি সাহস করে চুল ছাড়াই টিকলি পরে বিয়ের পিঁড়িতেও বসেছেন। নীহারের অনুরাগীরা এখন তাকে জীবনের নতুন অধ্যায়ের জন্য শুভকামনা জানাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 nabakal.com
Design & Development BY Hostitbd.Com