দক্ষিণী সুপারস্টার প্রভাসের বিয়ে নিয়ে তার মা বেশ চিন্তিত। ‘বাহুবলী’ ছবির সময় থেকে অভিনেত্রী অনুষ্কা শেট্টির সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গেলেও, তা বাস্তবায়িত হয়নি। এরপর ‘আদিপুরুষ’ ছবির সময় কৃতি শ্যাননের সঙ্গেও তার নাম জড়ায়। তবে, সেই গুঞ্জনও সময়ের সঙ্গে সঙ্গে মিলিয়ে যায়।
চল্লিশোর্ধ্ব প্রভাস এখনও অবিবাহিত। তাই ছেলের বিয়ে নিয়ে তার মায়ের চিন্তা বাড়ছে। যদিও প্রভাস এখনও তার মনের মতো জীবনসঙ্গী খুঁজে পাননি। এক সাক্ষাৎকারে প্রভাস মজা করে বলেন, “আমি আসলে ‘বাহুবলী’র সঙ্গে আজীবনের সম্পর্কে জড়িয়ে পড়েছি।”
প্রভাসের প্রেমের সম্পর্ক নিয়ে ভক্তদের মধ্যে জল্পনা-কল্পনা চলতেই থাকে। একাধিক অভিনেত্রীর সঙ্গে তার নাম জড়ালেও, শেষ পর্যন্ত কোনো সম্পর্কই পরিণতি পায়নি। তবে, বিয়ে নিয়ে তার কোনো আপত্তি নেই।
প্রভাস জানান, এখনও পর্যন্ত এমন কোনো নারী তার জীবনে আসেনি যাকে দেখে তার মনে হবে, ‘এই সেই স্বপ্নসুন্দরী’। একইসঙ্গে, জীবনসঙ্গী হিসেবে কেমন মানুষ চান, সে বিষয়েও তার ধারণা স্পষ্ট নয়। তবে, তার কথায় কিছুটা আভাস পাওয়া যায় যে, তিনি হয়তো স্বপ্নের রাজকুমারীর অপেক্ষায় আছেন।
প্রভাসের এই মন্তব্যে ভক্তদের মধ্যে প্রশ্ন জেগেছে, তবে কি সালমান খানের মতো তিনিও চিরকুমার থাকবেন? যদিও, প্রভাস এখনও এ বিষয়ে কোনো স্পষ্ট উত্তর দেননি।