সম্প্রতি, ঢাকার একটি অভিজাত হোটেলে “রিমার্ক হারল্যান” এর জমকালো অনুষ্ঠানে এক হয়েছিলেন দেশের ক্রীড়া ও চলচ্চিত্র জগতের তারকারা। শাকিব খান, তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিম সহ এক ঝাঁক পরিচিত মুখ সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্তের ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই, ভক্তদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়।
ভাইরাল হওয়া একটি ক্লিপে দেখা যায়, অভিনেত্রী শবনম ফারিয়া হাসতে হাসতে ক্রিকেটার তাসকিন আহমেদকে বলছেন, “আমি তাসকিনের পাশে দাঁড়াবো না, আমাকে খাটো লাগবে। তামিম ভাইয়া, তুমি আসো।” এই খুনসুটি উপস্থিত দর্শকদের আনন্দ দেয়। তবে, এই ভিডিও ক্লিপের মন্তব্য বিভাগে এক যুবকের আপত্তিকর ও অপমানজনক মন্তব্য ফারিয়ার দৃষ্টি আকর্ষণ করে।
ক্ষুব্ধ ফারিয়া তৎক্ষণাৎ ওই মন্তব্যের স্ক্রিনশট এবং যুবকের ফেসবুক প্রোফাইলের ছবি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেন।
পোস্টে তিনি লেখেন, “গতকাল আমরা অনেকদিন পর একটা খুব সুন্দর ইভেন্টে গিয়েছিলাম। সেখানের একটা ক্লিপে দেখা যায়, আমি হাসতে হাসতে বলছি, ‘তাসকিনের পাশে দাঁড়াবো না, আমাকে খাটো লাগবে। তামিম ভাইয়া, তুমি আসো।’ যেহেতু তাসকিন আর আমি পূর্ব পরিচিত, একদমই খুনসুটি থেকেই বলা, সেখানে এই ভদ্রলোক নিচের মার্ক করা এই কমেন্ট করেছে!”
এরপর ফারিয়া প্রশ্ন তোলেন, “আচ্ছা, একটা সুস্থ স্বাভাবিক মানসিকতার মানুষের অন্য একটা অচেনা মানুষকে কেন বেশ্যা/পতিতা মনে হবে? পতিতা মানে কি বুঝেন? যিনি যৌন কর্মের বিনিময়ে অর্থ উপার্জন করে! কেউ অভিনয় করা মানে যৌনকর্মী হওয়া? আপনি আমার পরিবার সম্পর্কে জানেন? আমার শিক্ষাগত যোগ্যতা জানেন? আপনি অভিনয়ের বাইরে আমার অন্য পেশাগত যোগ্যতা সম্পর্কে অবগত?”
তিনি আরও বলেন, “আমরা এ ধরনের কমেন্ট প্রায়ই দেখি, বেশিরভাগ সময় ইগনোর করতে হয়, কিন্তু কেন ইগনোর করবো? শুধুমাত্র আপনার হাতে একটা মোবাইল আছে দেখে আপনি অযথা একটা মানুষকে যৌনকর্মী ডাকবেন? নাকি আপনাদের জন্ম যৌনপল্লীতে যে, জন্ম থেকে এসবই দেখে বড় হয়েছেন, তাই যাকে দেখেন সবাইকেই যৌনকর্মী মনে হয়?”
শবনম ফারিয়া তার পোস্টে দেশের সামাজিক মানসিকতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “দেশে অনেক ধরনের আন্দোলন হচ্ছে, পরিবর্তনের কথা হচ্ছে, কিন্তু এই মানুষগুলোর মানসিকতা কিভাবে পরিবর্তন করতে পারি বলেন তো? এই ভদ্রলোক সাজিদা ফাউন্ডেশনে কাজ করেন! এনজিওগুলোতে নাকি সবচেয়ে উদার মানসিকতার লোকেরা কাজ করে! এই যদি হয় তার উদাহরণ, আমি নির্বাক!”
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি ফারিয়ার পোস্টে মন্তব্য করে বলেন, “এদেশের ৯৫% মানুষ অভিনেত্রী/মিডিয়ায় কাজ করা নারীদের বে***শ্যা মনে করে!”
সামাজিক মাধ্যমে এই ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেকেই ওই যুবকের মন্তব্যের তীব্র নিন্দা জানান। তারা শবনম ফারিয়ার পাশে দাঁড়িয়ে অভিযুক্ত যুবকের শাস্তির দাবি জানান।