বলিউডের তারকাদের ‘সুজন’ হিসেবে পরিচিত নেটপ্রভাবী ওরি ওরফে ওরহান অবাত্রমণি জম্মু-কাশ্মীর পুলিশের হাতে আটক হয়েছেন। তাঁর বিরুদ্ধে বৈষ্ণোদেবী মন্দির সংলগ্ন এলাকায় মদ্যপানের অভিযোগ রয়েছে। ওরি ছাড়াও তাঁর সাত বন্ধুকেও আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওরি তাঁর সাত বন্ধুকে নিয়ে কাটরায় গিয়েছিলেন। সেখানে একটি কটেজ স্যুট এলাকায় তাঁরা মদ্যপান করছিলেন। এই স্থানটি হিন্দু ধর্মের অন্যতম পবিত্র স্থান হিসেবে গণ্য হওয়ায় এখানে আমিষ খাবার ও মদ্যপান নিষিদ্ধ। কিন্তু ওরি ও তাঁর বন্ধুরা সেই নিয়ম লঙ্ঘন করেন।
কাটরা থানায় ওরি ও তাঁর সাত বন্ধুর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন দর্শন সিংহ, পার্থ রায়না, ঋত্বিক সিংহ, রাশি দত্ত, রক্ষিতা ভোগল, শাগুন কোহলি এবং রুশ নাগরিক আরজামাস্কিনা। তাঁদের বিরুদ্ধে জেলা ম্যাজিস্ট্রেটের আদেশ লঙ্ঘন এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ আনা হয়েছে।
রিয়াসি পুলিশ আধিকারিকের সূত্র অনুযায়ী, এসপি কাটরা, ডেপুটি এসপি কাটরা এবং এসএইচও কাটরার তত্ত্বাবধানে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। ওরি-সহ বাকি অভিযুক্তদের নোটিস পাঠানো হবে, যাতে তাঁরা তদন্তে সহযোগিতা করেন। রিয়াসির এসএসপি জানিয়েছেন, ধর্মীয় স্থানে মদ্যপান বা মাদক সেবনের মতো কাজে কেউ জড়িত হলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। ওরি-র মতো একজন জনপ্রিয় ব্যক্তির এমন কর্মকাণ্ডে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।