রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :

বুয়েটের ভর্তি ফলাফল প্রকাশ: বিস্তারিত ভর্তি নির্দেশিকা প্রকাশিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৮৯ বার পঠিত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার বুধবার (২৬ ফেব্রুয়ারি) প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম আগামী ১০ মার্চ থেকে শুরু হবে।

এ বছর বুয়েটের বিভিন্ন অনুষদের ১৩টি বিভাগে মোট ১ হাজার ৩০৯ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এর মধ্যে পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য অঞ্চলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগগুলোতে ৩টি এবং স্থাপত্য বিভাগে ১টি আসন সংরক্ষিত রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে প্রাথমিকভাবে নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের তালিকা এবং মেধাতালিকা ও পছন্দক্রম অনুযায়ী বিভাগ বণ্টন প্রকাশ করা হয়েছে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ভর্তি প্রক্রিয়ায় তিনটি ধাপ অনুসরণ করতে হবে।

ভর্তি প্রক্রিয়ার ধাপসমূহ:

  • প্রথম ধাপ: স্বাস্থ্য পরীক্ষা: প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের বুয়েটের ওয়েবসাইট থেকে ‘Medical Screening Form for Admission’ ডাউনলোড করে পূরণ করতে হবে। দ্বিতীয় অংশটি একজন রেজিস্টার্ড চিকিৎসক কর্তৃক পূরণ করাতে হবে।
  • দ্বিতীয় ধাপ: ভর্তি ফি প্রদান: প্রকৌশল অনুষদ ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ভর্তির জন্য ৭ হাজার ১৫০ টাকা এবং স্থাপত্য বিভাগে ভর্তির জন্য ৭ হাজার ২০০ টাকা সোনালী ব্যাংকের ডিমান্ড ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে।
  • তৃতীয় ধাপ: মূল সনদ ও অন্যান্য কাগজপত্র জমা: নির্ধারিত তারিখে মূল সনদ, ট্রান্সক্রিপ্ট, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এবং ভর্তি ফির রসিদ জমা দিতে হবে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রার্থীদের অতিরিক্ত কাগজপত্র জমা দিতে হবে।

অপেক্ষমাণ তালিকাভুক্ত প্রার্থীদের জন্য সময়সূচি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ভর্তি সংক্রান্ত সকল তথ্য বুয়েটের ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি কমিটির সভাপতির পূর্ব অনুমতি ছাড়া নির্ধারিত সময়ে অনুপস্থিত থাকলে প্রার্থীর ভর্তির যোগ্যতা বাতিল বলে গণ্য হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 nabakal.com
Design & Development BY Hostitbd.Com