শীতের বিদায় আর বসন্তের আগমনে দেশজুড়ে উৎসবের আমেজ। ফাল্গুনের প্রথম দিনে (শুক্রবার) দেশবাসী মেতেছে বসন্ত বরণের উৎসবে। সাধারণ মানুষের পাশাপাশি, তারকা জগতেও লেগেছে ফাল্গুনের রং। নিজেদের ফাল্গুনী সাজে রাঙিয়ে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে বসন্তের শুভেচ্ছা জানিয়েছেন তারা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলেই দেখা যাচ্ছে হলুদের ছড়াছড়ি। ফাল্গুন মানেই যেন হলুদ, বাসন্তী বা গেরুয়া রঙের পোশাক। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও নিজেদের মতো করে সেজে ছবি পোস্ট করেছেন। বিশেষ করে, হলুদ পোশাকে তাদের সৌন্দর্য নজর কেড়েছে।
ফাল্গুনের প্রথম দিন আজ হলেও, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা গতকাল বৃহস্পতিবারই বসন্তের আগাম শুভেচ্ছা জানিয়েছেন। হলুদ শাড়িতে সেজে ফুলের সঙ্গে ছবি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘ফাগুন এসেছে’। তিশার এই সাজে মুগ্ধতা প্রকাশ করেছেন তার ভক্তরা।
শুধু তিশা নন, অভিনেত্রী জিনাত শানু স্বাগতার মনেও লেগেছে বসন্তের ছোঁয়া। সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, গানে গানে সুরে সুরে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে, আগুন লেগেছে বনে বনে’। অভিনেত্রী নোভা ফিরোজও ফেসবুকে ফাল্গুনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘কোকিল ডাক দিক বা না দিক, ফুল ফুটুক বা না ফুটুক, তবুও জানাই ফাল্গুনের শুভেচ্ছা।’