রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :

মেহজাবীনের আবেগঘন “কবুল” ও রাজীবের উচ্ছ্বাস, ভিডিও ভাইরাল

ডেস্ক রিপোর্টার
  • আপডেট সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৭৫ বার পঠিত

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীবের বিবাহ অনুষ্ঠান ছিল জাঁকজমকপূর্ণ এবং আবেগঘন। গত ২৪ ফেব্রুয়ারি ঢাকার অদূরে একটি রিসোর্টে তাদের বিয়ের আসর বসেছিল।

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের আত্মীয়স্বজন এবং শোবিজ অঙ্গনের তারকারা। এই তারকা জুটির বিভিন্ন মুহূর্ত এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

মেহজাবীন জানিয়েছেন, মায়ের দেওয়া শাড়ি পরে তিনি বিয়ের পিঁড়িতে বসেছিলেন। তার কথায়, “আমার মা তার আকদের দিনে যে শাড়িটি পরেছিলেন, সেই শাড়িটিই আমাকে উপহার দিয়েছেন। আমার বিশেষ দিনে সেই শাড়িটি পরতে পারা ছিল মায়ের কাছ থেকে পাওয়া সবচেয়ে সুন্দর উপহার।”

বিয়েতে কবুল বলার সময় মেহজাবীন আবেগপ্রবণ হয়ে পড়েন এবং তার চোখে জল দেখা যায়। অন্যদিকে, স্ত্রীর মুখে কবুল শুনে রাজীব উচ্ছ্বসিত হয়ে ওঠেন। সেই ভিডিও এখন ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

অন্য একটি ভিডিওতে দেখা যায়, মেহজাবীন ও রাজীব মঞ্চে দাঁড়িয়ে একে অপরের হাত ধরে অতিথিদের সঙ্গে হাসি বিনিময় করছেন। এরপর রাজীবকে কাছে টেনে গাল ছুঁয়ে দেন মেহজাবীন। এরপর তারা একে অপরকে জড়িয়ে ধরেন।

রাজীবকে জড়িয়ে ধরার সময় মেহজাবীন আবেগ ধরে রাখতে পারেননি এবং কান্না শুরু করে দেন। এ সময় রাজীব হাসি দিয়ে মেহজাবীনের গালে আদুরে স্পর্শ করেন এবং তার চোখের জল মুছে দেন।

মেহজাবীন-রাজীবের এই আবেগঘন মুহূর্ত দেখে তাদের অতিথিরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পরে নেটিজেনরাও আপ্লুত হয়েছেন। একজন নেটিজেন ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “কি মিষ্টি জুটি! অভিনন্দন মেহু ও রাজীব।”

এর আগে, মেহজাবীন সামাজিক মাধ্যমে একাধিক বিয়ের ছবি পোস্ট করেন। সেই ছবি দেখে তাদের অনুরাগীরা ও শোবিজ অঙ্গনের তারকারা নতুন এই দম্পতিকে শুভেচ্ছা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 nabakal.com
Design & Development BY Hostitbd.Com