রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :

‘পুষ্পা’র কুপ্রভাব-শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাবের অভিযোগ

ডেস্ক রিপোর্টার
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২০ বার পঠিত

সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত ছবি ‘পুষ্পা টু’ বক্স অফিসে ব্লকবাস্টার হিট হলেও, একই সাথে বিতর্কও সৃষ্টি করেছে। ছবির প্রিমিয়ারে ভক্তের মৃত্যুর ঘটনায় নায়ককে জেলও খাটতে হয়েছে। এবার শোনা যাচ্ছে, এই ছবির কুপ্রভাব পড়ছে স্কুল শিক্ষার্থীদের ওপর।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এই ছবিতে নাকি প্রচুর হিংস্রতা ও দেশি সংলাপ ব্যবহার করা হয়েছে, যার ফলে স্কুলের শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। অনেক স্কুলের শিক্ষকরা নাকি ইতোমধ্যে এই বিষয়ে অভিযোগ করেছেন।

একজন শিক্ষক জানান, আল্লু অর্জুনের ‘পুষ্পা-টু’ ছবিটি শিশুদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। বাচ্চারা এখন অনিয়ন্ত্রিত আচরণ করছে, এমনকি তারা এমন চুলের স্টাইল নিয়ে স্কুলে আসে যা অসহনীয়। তাদের ভাষাতেও নাকি অশ্লীলতা দেখা যাচ্ছে।

আরেক শিক্ষক বলেন, ‘আমার স্কুলের অর্ধেকেরও বেশি শিক্ষার্থী ‘পুষ্পা’-এর কারণে নষ্ট হয়ে গেছে। এসব বিষয় চিন্তা না করেই এই ছবিটিকে সার্টিফিকেট দেওয়া হয়েছে।’

বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে এবং নেটিজেনরাও শিক্ষকদের অভিযোগের সঙ্গে একমত হয়েছেন।

এই খবরটি থেকে জানা যায় যে, ‘পুষ্পা টু’ ছবিটি শুধু বিনোদন নয়, সমাজের উপরও প্রভাব ফেলতে পারে। শিশুদের উপর এর নেতিবাচক প্রভাব নিয়ে এখন আলোচনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 nabakal.com
Design & Development BY Hostitbd.Com