ঢালিউডের মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘তাণ্ডব’ নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই। রায়হান রাফী পরিচালিত এই সিনেমাটিতে শাকিবের বিপরীতে কোন নায়িকা অভিনয় করবেন, তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।
গত বছর ‘তুফান’ সিনেমার আকাশচুম্বী সাফল্যের পর থেকেই শাকিব-রাফী জুটি নতুন কিছু নিয়ে আসছেন, এমন খবর শোনা যাচ্ছিল। তবে ‘তুফান টু’ নয়, বরং ‘তাণ্ডব’ নামের একটি নতুন সিনেমা নিয়ে তারা হাজির হচ্ছেন, এমন ঘোষণা দেন পরিচালক। এরপর থেকেই শুরু হয় নায়িকা নিয়ে আলোচনা।
বিভিন্ন সূত্রে বিভিন্ন খবর শোনা গেলেও, এখন পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। কেউ বলছেন, জয়া আহসান অভিনয় করতে পারেন। যদি তাই হয়, তবে প্রায় এক যুগ পর আবারও একসঙ্গে দেখা যাবে শাকিব-জয়া জুটিকে। ২০১৩ সালে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’ সিনেমায় তারা একসঙ্গে কাজ করেছিলেন।
আবার অনেকের পছন্দ নতুন মুখ। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা কিংবা সাবিলা নূরের নামও শোনা যাচ্ছে। শাকিব ভক্তরাও চাইছেন নতুন কেউ আসুক এই সিনেমার মাধ্যমে।
গুঞ্জন আরও আছে। শোনা যাচ্ছে, জয়া আহসান ছাড়াও নাকি আরও একজন দেশি নায়িকা থাকবেন ‘তাণ্ডব’-এ। আইটেম গানেও নাকি দেখা যাবে অন্য এক জনপ্রিয় চিত্রনায়িকাকে। তবে এই সব কিছুই এখন পর্যন্ত আলোচনার মধ্যেই সীমাবদ্ধ।
এই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য পরিচালক রায়হান রাফীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, তা সম্ভব হয়নি।
‘তাণ্ডব’ সিনেমাটি ঈদুল আযহায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কবে পর্দা উন্মোচন হবে এবং জানা যাবে, কে হচ্ছেন শাকিব খানের ‘তাণ্ডব’-এর নায়িকা।