বাংলাদেশের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম আকস্মিকভাবে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ৩৭ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটসম্যান আজ, বুধবার রাতে কিছুক্ষণ আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানান।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাম্প্রতিক বাজে ফর্মের কারণে মুশফিক সমালোচিত হয়েছিলেন। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে গোল্ডেন ডাক এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ বলে ২ রান করার পর তার পারফর্ম্যান্স নিয়ে প্রশ্ন ওঠে। অবসর ঘোষণার মাধ্যমে তিনি সমালোচনার ইতি টানলেন।
ফেসবুক পোস্টে মুশফিক লিখেছেন, “আজ আমি ওয়ানডে ফরম্যাট থেকে অবসর ঘোষণা করছি। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। যদিও বৈশ্বিকভাবে চিন্তা করলে আমাদের অর্জন সীমিত হতে পারে। তবে এ কথা নিশ্চিত যে, যখনই আমি আমার দেশের জন্য মাঠে নামতাম, আমি নিষ্ঠা ও সততার সঙ্গে শতভাগের বেশি দিয়ে খেলতাম।” তিনি আরও বলেন, “গত কয়েক সপ্তাহ আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল এবং আমি উপলব্ধি করেছি যে এটাই আমার ভাগ্য।”
২০০৬ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় মুশফিকের। দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারে তিনি ২৭৪টি ওয়ানডে ম্যাচ খেলেছেন এবং ৭৭৯৫ রান সংগ্রহ করেছেন। ওয়ানডেতে তার সর্বোচ্চ স্কোর ১৪৪।
মুশফিক এর আগে ২০২২ সালে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। এখন তিনি শুধু টেস্ট ম্যাচ খেলবেন। তার এই সিদ্ধান্তে অনেক ক্রিকেটপ্রেমী আবেগাপ্লুত হয়েছেন এবং তার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।