গত বছর কানাডা বাংলাদেশিদের ভিসা প্রায় অর্ধেকে নামিয়ে এনেছে। একইসঙ্গে, দেশটিতে শরণার্থীদের আশ্রয় আবেদনের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে। কানাডার অভিবাসন কর্তৃপক্ষ শরণার্থীদের ভিসায় লাগাম টানায় এবং আইনি জটিলতার কারণে এই সংখ্যা হ্রাস পেয়েছে। এমনকি, বৈধ আশ্রয়প্রার্থীদেরও ভিসা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
কানাডার অভিবাসন ও শরণার্থী বোর্ডের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে কানাডায় প্রায় ১১ হাজার ৮৪০ জন শরণার্থীর মর্যাদা চেয়ে আবেদন করেছেন। ২০২৩ সালের সেপ্টেম্বরের পর এটিই সর্বনিম্ন মাসিক আবেদন।
কানাডা সরকার বর্তমানে আশ্রয়প্রার্থীদের নিরুৎসাহিত করছে এবং শরণার্থীদের ভিসা ইস্যুতেও কঠোর পদক্ষেপ নিচ্ছে। দেশটিতে অভিবাসী জনগোষ্ঠীর সংখ্যা হ্রাস করার লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।