শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :

দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ দাবানল: নিহত ৪, জরুরি অবস্থা জারি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৯ বার পঠিত

দক্ষিণ কোরিয়ার দক্ষিণপূর্বাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন দমকলকর্মী এবং একজন সরকারি কর্মকর্তা রয়েছেন। দাবানলের ভয়াবহতা এতটাই ব্যাপক যে, দেশটির সরকার দক্ষিণপূর্বাঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে।

শনিবার দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানলের কারণে অন্তত ১৫টি গ্রামের ২ শতাধিক বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

দমকল বিভাগের এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, দাবানলে চারজনের প্রাণহানির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার বন সংস্থার তথ্য অনুযায়ী, শনিবার ১৬টি স্থানে দাবানলের খবর পাওয়া গেছে। এছাড়া, দেশটির অন্যান্য অঞ্চলেও দাবানল ছড়িয়ে পড়েছে।

দাবানলের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় উলসান এবং উত্তর ও দক্ষিণ গিয়ংসাং প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে। দক্ষিণ কোরিয়ার বন সংস্থা উত্তর ও দক্ষিণ গিয়ংসাং প্রদেশ, বুসান এবং ডায়েজিয়নসহ ১২টি স্থানে দাবানলের সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

রাজধানী সিউল থেকে প্রায় ২৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত দক্ষিণ গিয়ংসাং প্রদেশের সানচেওংয়ে দাবানলের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মোক সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আগুন নেভানোর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও কর্মী দ্রুত মোতায়েন করার নির্দেশ দিয়েছেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, জলবায়ুর চরম পরিবর্তন এবং তীব্র দাবদাহের কারণে এই দাবানল ছড়িয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 nabakal.com
Design & Development BY Hostitbd.Com