শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৪:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :

ভারত সরকারের সেন্সরশিপের বিরুদ্ধে আদালতে ইলন মাস্কের ‘এক্স’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১১ বার পঠিত

সেন্সরশিপ প্রশ্নে ভারত সরকারের বিরুদ্ধে আদালতে গেছে বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’।

‘এক্স’-এর অভিযোগ, ভারতের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়ার ওপর সেন্সরশিপ বাড়ানোর নানা পদক্ষেপ নিচ্ছে, যা গ্রহণযোগ্য নয়। গত ৫ মার্চ ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের আদালতে ‘এক্স’ এই মামলা দায়ের করেছে বলে বৃহস্পতিবার জানা গেছে।

‘এক্স’ অভিযোগ করেছে, ভারতের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়ার কনটেন্ট বা বিষয়ের ওপর সেন্সরশিপ আরোপ করার নানা ব্যবস্থা তৈরি করেছে, যা মেনে নেওয়া যায় না। এটি সামাজিকমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ বলে মনে করছে ‘এক্স’।

সম্প্রতি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি ওয়েবসাইট তৈরি করেছে। তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় নোটিশ দিয়ে জানিয়েছে, সোশ্যাল মিডিয়ার কোনো পোস্ট ব্লক করার জন্য যে কোনও সরকারি অফিস ওই ওয়েবসাইটে নোটিশ ইস্যু করতে পারবে।

‘এক্স’-এর অভিযোগ, এই ওয়েবসাইটের মাধ্যমে ভারত সরকার চরম সেন্সরশিপের ব্যবস্থা করেছে। এটি ব্যবহার করে তারা যেকোনো অপছন্দের কনটেন্ট ব্লক করে দিতে পারে। যা সামাজিমাধ্যম সংস্থা হিসেবে ‘এক্স’-এর পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় বলে আদালতে বলা হয়েছে।

চলতি সপ্তাহেই আদালতে শুনানি হয়েছে। আদালত পরবর্তী শুানির তারিখ দিয়েছে ২৭ মার্চ।

সম্প্রতি মাস্ক জানিয়েছেন, ভারতে টেসলা এবং স্টারলিংকের ব্যবসা শুরু করা হবে। মুম্বাইয়ে টেসলায় কাজ করার জন্য লোক চেয়ে বিজ্ঞাপনও দেওয়া হয়েছে। জিও এবং ভারতীয় এয়ারটেলের সঙ্গে স্টারলিংক নিয়ে চুক্তিও হয়েছে মাস্কের। তবে ভারত সরকারের সঙ্গে এখনও চূড়ান্ত চুক্তি হয়নি।

শুল্ক নিয়েও ভারতের সঙ্গে আমেরিকার দড়ি টানাটানি চলছে। আগামী ২ এপ্রিল থেকে ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক বসানোর ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বস্তুত, একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ভারত আমেরিকার জিনিসের ওপর বিপুল পরিমাণ শুল্ক বসায়।

তারই প্রেক্ষিতে আমেরিকা এই সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি নিয়ে ভারত সরকারের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে আমেরিকার। কিন্তু এখনও কোনো সমাধানসূত্র মেলেনি। এই পরিস্থিতিতে ‘এক্স’-এর এই মামলা পরিস্থিতি আরও জটিল করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 nabakal.com
Design & Development BY Hostitbd.Com