ভিয়েতনাম থেকে ২৯ হাজার টন চালবাহী জাহাজ ‘এমভি ওবিই’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। সরকারি চুক্তির আওতায় এই চাল আমদানি করা হয়েছে বলে খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে।
শনিবার (২২ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।
সেখানে বলা হয়েছে, চলতি বছরের ৩১ জানুয়ারি ভিয়েতনাম সরকারের সাথে বাংলাদেশের সরকারের মধ্যে সরাসরি (জি টু জি) চুক্তির মাধ্যমে এই চাল ক্রয় করা হয়েছে। এটি ভিয়েতনাম থেকে আসা তৃতীয় চালানের অংশ।
এই চুক্তির অধীনে, ভিয়েতনাম থেকে মোট ১ লক্ষ টন চাল বাংলাদেশে আমদানি করা হবে। ইতোমধ্যেই দুটি চালানে ৩০ হাজার ৩০০ টন চাল দেশে পৌঁছেছে। বর্তমানে, চট্টগ্রাম বন্দরে আসা চালের নমুনা পরীক্ষা শেষে খালাস প্রক্রিয়া শুরু হয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এই চাল আমদানি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।