কুয়েতের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এবারের ঈদুল ফিতরে তিন দিনের ছুটি পাবেন। কুয়েতের মন্ত্রিপরিষদ শুক্রবার এই ছুটির ঘোষণা দিয়েছে।
আরবি চান্দ্রবর্ষ অনুযায়ী, কুয়েতে আগামী ৩০ মার্চ ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস ২৯ মার্চ। এরপর ৩০, ৩১ মার্চ এবং ১ এপ্রিল পর্যন্ত ঈদের ছুটি থাকবে। ২ এপ্রিল থেকে অফিস কার্যক্রম শুরু হবে।
তবে, যদি চাঁদ দেখার কারণে ঈদুল ফিতর একদিন পিছিয়ে ৩১ মার্চ হয়, তবে সরকারি চাকরিজীবীদের ছুটি আরও দুই দিন বাড়বে। সেক্ষেত্রে ছুটি ৩০ মার্চ থেকে শুরু হয়ে ৫ এপ্রিল পর্যন্ত চলবে। ৪ ও ৫ এপ্রিল শুক্র ও শনিবার হওয়ায়, এই দুই দিন এমনিতেই কুয়েতে সাপ্তাহিক ছুটি থাকে।
ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব ঈদুল ফিতর, যা রমজান মাসের শেষে পালিত হয়। আরবি শাওয়াল মাসের প্রথম তারিখে মুসলমানরা এই উৎসব উদযাপন করে থাকেন।