মাগুরায় বোনের শ্বশুর দ্বারা ধর্ষণের শিকার শিশুটি আজ ১৩ মার্চ ২০২৫, দুপুর ১ টায় সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ সকাল থেকে শিশুটির ৩ বার কার্ডিয়াক এরেস্ট হয়। প্রথম দুবারে হৃদস্পন্দন ফিরিয়ে আনা গেলেও তৃতীয়বারে সফলতা মেলেনি।
বাংলাদেশ সেনাবাহিনী তাদের ফেসবুক অফিশিয়াল পেইজে আছিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
শিশুটির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং যেকোনো প্রয়োজনে শিশুটির পরিবারের পাশে থাকার অঙ্গীকার জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
এর আগে আট বছরের শিশুটি ৫ মার্চ মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে গভীর রাতে ধর্ষণের শিকার হয়। শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আবস্থার অবনতি হলে সেখান থেকে স্থানান্তর করা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তার অবস্থার কোনো উন্নতি হয়নি। পরে বৃহস্পতিবার রাতে অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ধর্ষণের ঘটনায় শিশুটির মা বাদী হয়ে চারজনের নামে মামলা করেন। ধর্ষণের অভিযোগে শিশুটির ভগ্নিপতি সজিব (১৮), সজীবের ভাই রাতুল (১৭), তাদের বাবা হিটু মিয়া (৪২) ও মা জাবেদা বেগমকে (৪০) গ্রেপ্তার করে পুলিশ।