ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি আবারও চমক দেখালেন। সোশ্যাল মিডিয়ায় এক রহস্যময় ছবি পোস্ট করে নতুন প্রেমের ইঙ্গিত দিয়েছেন তিনি। ছবিতে এক যুবকের বাহুডোরে দেখা গেছে তাকে।
ছবিটির ক্যাপশনে পরীমনি লিখেছেন, “প্রেম ফিরে ফিরে আসুক ভালোবাসা হয়ে। আবার চলে যাক শরতের সাদা শুভ্র মেঘের মতো। শুধু ওই মেঘ গর্জন না হোক। জীবন চলুক জীবনের মতো।” তবে ছবিতে যুবকের শুধু হাত দেখা গেছে, মুখ দেখা যায়নি।
ছবিটি পোস্ট করার পরপরই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের একাংশের দাবি, ছবিতে থাকা হাতটি সংগীতশিল্পী শেখ সাদীর। তাদের দাবি, শেখ সাদীর হাতঘড়ির সঙ্গে ছবিটির হাতঘড়ির মিল রয়েছে। এছাড়া, সম্প্রতি শেখ সাদীর সঙ্গে পরীমনির প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল।
তবে, পরীমনি ছবিটি পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই ফেসবুক থেকে সরিয়ে নেন। পরে তিনি একটি গাঁদা ফুলের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, “গাঁদা ফুল ভুলে গাধা হয়ে গেছিল ভাই!”
পরীমণির এই রহস্যময় পোস্ট এবং দ্রুত সরিয়ে নেওয়ার ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনা। কেউ বলছেন, পরীমনি হয়তো প্রেমের ইঙ্গিত দিয়েছেন। আবার কেউ বলছেন, এটি হয়তো তার আরেকটি চমক।