চাঁদপুরে পুলিশের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাওন কাবী। গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে, কেন্দ্রীয় ছাত্রদল তাকে দল থেকে বহিষ্কার করেছে।
ফরিদগঞ্জ থানা পুলিশ জানায়, এক কনটেন্ট ক্রিয়েটরকে মারধরের অভিযোগ পেয়ে শাওন কাবীকে আটক করতে গেলে পুলিশের সঙ্গে তিনি দুর্ব্যবহার করেন।
গৃদকালিন্দিয়া এলাকায় আটকের সময় পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) তিনি বলেন, “আমি ইউনিয়ন ছাত্রদলের প্রেসিডেন্ট। আমাকে থানায় নিতে হলে ওসিকে আসতে বলেন, নাহলে আমি যাব না।”
ঘটনার সূত্রপাত ১১ মার্চ, যখন ভিডিও কনটেন্ট নির্মাতা নুর আলম তার গাড়ি নিয়ে রায়পুর থেকে ফরিদগঞ্জের রুস্তমপুরের দিকে যাচ্ছিলেন। পথে গৃদকালিন্দিয়া বাজারে তার গাড়ির গতিরোধ করা হয়। অভিযোগ অনুযায়ী, এরপর শাওন কাবী ও তার সহযোগীরা নুর আলম ও তার বন্ধুদের মারধর করেন এবং তাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেন।
এই ঘটনায় নুর আলম ফরিদগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ শাওন কাবীকে আটক করতে যায়। পুলিশের কাজে বাধা দেওয়া এবং দুর্ব্যবহারের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
ফরিদগঞ্জ থানার ওসি শাহ আলম জানান, শাওন কাবীকে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
সামাজিক মাধ্যমে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি দ্রুত পদক্ষেপ নেয়। দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শাওন কাবীকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।