রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১১:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :

বেলুচিস্তানে জিম্মি উদ্ধার: ১৬ জঙ্গি নিহত, অভিযান অব্যাহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৬ বার পঠিত

পাকিস্তানের বেলুচিস্তানে জঙ্গিদের হাতে জিম্মি ১০৪ জন যাত্রীকে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। এসময় অভিযানে অন্তত ১৬ জন জঙ্গি নিহত হয়েছে বলে জানা গেছে। জিও নিউজের খবরে বলা হয়, উদ্ধার অভিযান এখনও চলছে।

মঙ্গলবার (১১ মার্চ) জঙ্গিরা রেললাইনে বিস্ফোরণ ঘটিয়ে ও গুলি ছুড়ে ট্রেন থামিয়ে যাত্রীদের জিম্মি করে।

জিও নিউজের খবরে বলা হয়, বেলুচিস্তানের বলান জেলায় জাফর এক্সপ্রেসে নিরাপত্তা বাহিনী অভিযান চালায়। অভিযানে ১০৪ জন জিম্মি যাত্রীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে ৫৮ জন পুরুষ, ৩১ জন নারী ও ১৫ জন শিশু রয়েছে। এছাড়া ১৭ জন আহত যাত্রীকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। অন্য যাত্রীদের উদ্ধারে সেনাবাহিনী এখনও অভিযান চালাচ্ছে।

জাফর এক্সপ্রেস ট্রেনটি কোয়েটা থেকে পেশোয়ার, খাইবার পাখতুনখোয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ট্রেনটির ৯টি বগিতে ৪০০ জনেরও বেশি যাত্রী ছিল।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর অভিযানের পর জঙ্গিরা ছোট ছোট দলে ভাগ হয়ে যায়। আক্রমণকারীরা তাদের আন্তর্জাতিক যোগাযোগের জন্য স্যাটেলাইট ফোন ব্যবহার করছিল। জঙ্গিরা আফগানিস্তানে তাদের মাস্টারমাইন্ডের সঙ্গে যোগাযোগ করছিল এবং নারী-শিশুদের মানবঢাল হিসেবে ব্যবহার করছিল। এছাড়া এলাকার কঠিন ভূ-প্রকৃতি অভিযানকে আরও জটিল করে তোলে।

আক্রমণকারীরা ট্রেনের উপর আক্রমণ করার আগে রেলপথে বোমা বিস্ফোরণ ঘটায়। নিরাপত্তা বাহিনী জানায়, তারা লোকোমোটিভে গুলি চালায়, যার ফলে চালক আহত হন। ট্রেনটি একটি সুড়ঙ্গের ঠিক আগে থেমে যায়। আফগানিস্তান ও ইরানের সঙ্গে সীমান্তবর্তী অঞ্চলে একটি দুর্গম, পর্বতাঞ্চলীয় এলাকায় ট্রেনটি তারা দখল করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 nabakal.com
Design & Development BY Hostitbd.Com