রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :

বাংলাদেশ সীমান্তে ৪৬১ কোটি রুপির চোরাই পণ্য জব্দ বিএসএফের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৫ বার পঠিত

ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে চোরাচালানের চেষ্টা নস্যাৎ করার সময় গত বছর রেকর্ড ৪৬১ কোটি রুপি মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সীমান্তে জব্দকৃত এই পণ্যের পরিমাণ গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ বলে মঙ্গলবার দেশটির সংসদের নিম্নকক্ষ লোকসভায় জানানো হয়েছে।

সংসদে এক প্রশ্নের জবাবে দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় চোরাচালানের কার্যক্রম প্রতিরোধে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে বিএসএফ। সীমান্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর ২৪ ঘণ্টা নজরদারি ও টহল রয়েছে।

লোকসভায় দেওয়া ভারতীয় এই মন্ত্রীর পরিসংখ্যান অনুযায়ী, ২০১৫ সাল থেকে গত বছরের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে ২ হাজার ৮০৬ কোটি রুপি মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বিএসএফ। এর মধ্যে কেবল গত বছরই জব্দ করা হয়েছে ৪৬১ দশমিক ০৭ রুপির পণ্য; যা গত এক দশকের মধ্যে এক বছরে সর্বোচ্চ। নিত্যানন্দ রাই বলেছেন, আন্তঃসীমান্ত চোরাচালান প্রতিরোধে ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

তিনি বলেন, সীমান্তে বিএসএফের অতিরিক্ত জওয়ান মোতায়েন, সীমান্ত বেড়া নির্মাণ, ফ্লাডলাইট স্থাপন, নৌযান ও নৌকার ব্যবহার বৃদ্ধি করা হয়েছে। জলবেষ্টিত সীমান্ত অঞ্চলে সীমান্ত পর্যবেক্ষণ চৌকি স্থাপন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 nabakal.com
Design & Development BY Hostitbd.Com