গত বছর বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন কন্যা সন্তানের জন্ম দেন। মেয়ের নাম রাখা হয়েছে ‘দুয়া’। মাতৃত্বকালীন ছুটিতে থাকা এই অভিনেত্রী বর্তমানে তার কন্যাকে নিয়েই বেশিরভাগ সময় কাটাচ্ছেন। কাজের জগৎ থেকে আপাতত দূরে থাকা দীপিকা তার ছোট্ট দুয়ার সঙ্গেই প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন।
ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে জানা যায়, ‘কল্কি ২৮৯৮ এডি’ পার্ট ২-এর কাজও দীপিকার মাতৃত্বকালীন ছুটির কারণে বিলম্বিত হচ্ছে। কারণ, এই মুহূর্তে তিনি তার কন্যার প্রতি সম্পূর্ণ মনোযোগ দিতে চান। সারাক্ষণ মেয়েকে বুকে আগলে রাখা দীপিকার কাছে দুয়াই এখন একমাত্র ধ্যানজ্ঞান।
সম্প্রতি, একটি জুয়েলারি সংস্থার বিজ্ঞাপনের কাজে দীপিকা আবু ধাবি গিয়েছিলেন। সেখানে ফটোশ্যুটের ফাঁকেও তার মনে ছিল কন্যা দুয়ার চিন্তা। প্রথমবার মাতৃত্বের অভিজ্ঞতা হওয়ায়, স্বাভাবিকভাবেই দুয়ার প্রতি তার উদ্বেগ একটু বেশি।
ছয় মাসের কন্যাকে নিয়ে মায়ের মনে নানা ধরনের ছোটখাটো চিন্তা আসা স্বাভাবিক। দীপিকাও এর ব্যতিক্রম নন। আবু ধাবিতে এক সাক্ষাৎকারে তিনি জানান, সম্প্রতি তিনি গুগল সার্চ করেছিলেন, “ছয় মাসের মেয়ের থুতু ছিটানো কবে বন্ধ হবে? এর ফলে মেয়ের কোনো সমস্যা হবে কি?”।
সাধারণ মায়েদের মতোই, দীপিকার মনেও সন্তানের স্বাস্থ্য ও সুস্থতা নিয়ে নানা প্রশ্ন জাগে, যার উত্তর তিনি গুগল সার্চের মাধ্যমে খুঁজে থাকেন।
দীপিকা আরও জানান, বর্তমানে ছুটির দিনগুলোতে তিনি ঘুমিয়ে, ম্যাসাজ নিয়ে অথবা মেয়ের সঙ্গে সময় কাটিয়ে আরাম বোধ করেন। তবে মায়ের দায়িত্ব পালনের কারণে তার ছুটি এখন অনেকটাই সীমিত। তিনি নিজেই তার সন্তানের সমস্ত দেখাশোনা করেন।