একটা ম্যাচেও নেই জয়। ২০২২ সালে দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা এনে দেওয়া জশ বাটলার ২০২৫ সালে এসে বড্ড বিবর্ণ। অধিনায়ক হিসেবে নিজের সময়টা ভালো কাটছিল না তার। বাধ্য হয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার আগেই বাটলার জানিয়ে দিলেন, আর থাকছেন না অধিনায়কের পদে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি ছিল তার শেষ ম্যাচ।
কিন্তু শেষ এই ম্যাচটাও জেতা হলো না। দক্ষিণ আফ্রিকার বোলিং লাইনআপের সামনে দাঁড়াতেই পারেনি ইংল্যান্ড। ১৭৯ রানেই হয়েছে অলআউট। এরপর প্রোটিয়ারা হেসেখেলেই নিশ্চিত করেছে জয়। কোনো ম্যাচ না জিতে, সবার নিচে থেকে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করল ইংল্যান্ড। নিজেদের ইতিহাসে প্রথমবার আইসিসির কোনো ওয়ানডে ইভেন্টে একটাও জয় ছাড়াই তারা আসর শেষ করেছে। সেইসঙ্গে ফেরালো ১২ বছর আগের লজ্জাজনক রেকর্ড।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে কমপক্ষে তিন ম্যাচ খেলেছে, কিন্তু কোনো জয় নেই এমন দলের তালিকায় নাম লিখিয়েছে ইংল্যান্ড। টুর্নামেন্টে এর আগে কেবল ৩টি দলকে এক আসরে ৩ ম্যাচের সবকটিতে হেরে বিদায় নিতে হয়েছিল। ২০০৬ সালে ভারতের মাটিতে টুর্নামেন্টের বাছাইপর্বেই ৩ ম্যাচ হেরেছিল জিম্বাবুয়ে। সেবারে ১ জয় পায় বাংলাদেশ।
২০০৯ সালের আসরে দক্ষিণ আফ্রিকার মাটিতে গ্রুপ পর্বের টানা ৩ ম্যাচেই হেরে বিদায় নেয় ওয়েস্ট ইন্ডিজ। এরপর ২০১৩ সালে ইংল্যান্ডের মাটিতে হওয়া আসরে পাকিস্তান টানা তিন ম্যাচেই হেরে যায়।
আর শেষমেশ ২০২৫ সালে ইংল্যান্ডের যাত্রা শেষ হলো গ্রুপপর্বের তিন ম্যাচে হেরে। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বরেকর্ড স্কোর গড়েও হারতে হয়েছে। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বোলিং লাইনআপের সামনে ইংল্যান্ডের হার ছিল ৮ রানে। আর সবশেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ইংল্যান্ড হারল ৭ উইকেটের ব্যবধানে।