সম্প্রতি দেশে নারী ও শিশু ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। এই পরিস্থিতিতে মেয়েদের আত্মরক্ষার জন্য কারাতে শেখার পরামর্শ দিয়েছেন তিনি।
গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে রুবেল বলেন, “আমি সবসময় বলে এসেছি মেয়েদের জন্য কারাতে শেখা খুবই জরুরি। এর কোনো বিকল্প নেই। বহু বছর আগে ময়মনসিংহে রূপাকে যখন ড্রাইভাররা ধর্ষণ করেছিল, তখনই আমি বলেছিলাম আমাদের কারাতে শেখা উচিত।”
শিক্ষাপ্রতিষ্ঠানে কারাতে শিক্ষা বাধ্যতামূলক করার ওপর জোর দিয়ে এই অভিনেতা বলেন, “স্কুল-কলেজে কারাতে শিক্ষা দেওয়া উচিত। আমি মনে করি, ছেলেদের আগে মেয়েদের এই শিক্ষায় শিক্ষিত হওয়া বেশি জরুরি।”
কারাতে শেখার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে রুবেল বলেন, “একজন নারী যখন বাইরে যায়, তখন তার আত্মরক্ষার প্রবণতা অনেক কম থাকে। কিন্তু সে যদি কারাতে শিক্ষায় শিক্ষিত হয়, তাহলে সে নিজেকে বাঁচানোর পাশাপাশি নিজের পরিবারকেও বাঁচাতে পারবে।”
তিনি আরও বলেন, “আমি মনে করি, মার্শাল আর্ট নারীদের জন্য অপরিহার্য। প্রতিটি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে তরুণীদের এটা শেখা উচিত। আমরা যদি নারীদের কারাতে শিক্ষা দিতে পারি, তাহলে ধর্ষণ থেকে ৭০ ভাগ পরিত্রাণ পাব।”
দীর্ঘদিন পর ওয়েব কনটেন্ট ‘ব্ল্যাক মানি’র মাধ্যমে অভিনয়ে ফিরেছেন রুবেল। রায়হান রাফী পরিচালিত এই কনটেন্টে পূজা চেরী, সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ারের মতো অভিনেতারাও রয়েছেন।